ভোট নিয়ে সময়ক্ষেপণ করতে চায় না সরকার: আসিফ নজরুল

 

ভোট নিয়ে সময়ক্ষেপণ করতে চায় না সরকার: আসিফ নজরুল

 

ফাইল ছবি।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলের দ্রুত নির্বাচন চাওয়ার অধিকার রয়েছে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে জরুরি সংস্কারগুলো শেষ করেই নির্বাচনে যেতে চায় সরকার। এক্ষেত্রে সরকার অযথা সময়ক্ষেপণ করতে চায় না।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেছেন, ৬টি সংস্কার কমিশনের মোট ২ হাজার পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ হয়েছে। এতে সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে দেয়া হয়েছে। এর মধ্যে আশু করণীয় অর্ধেক সংস্কার এক মাসের মধ্যে করে ফেলা সম্ভব।

জুলাই ঘোষণাপত্র ইস্যুতে তিনি বলেন, বিএনপি একটি ঘোষণাপত্র প্রস্তুত করেছে। ছাত্রনেতারা এক্ষেত্রে যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। আশা করি সবাই প্রক্রিয়াটি বেগবান করার চেষ্টা করবে।

রাষ্ট্রের নানা খাতে সংস্কারে জন্য গঠিত প্রথম ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ শনিবার মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। cabinet.gov.bd এই ওয়েবসাইটে প্রতিবেদগুলো দেখা যাবে।

আরও পড়ুন:- উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ

Post a Comment

Previous Post Next Post